দুই দিনের সফরে মালয়েশিয়ায় শিক্ষামন্ত্রী

দুই দিনের সফরে মালয়েশিয়ায় গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে শিক্ষামন্ত্রী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সফরে দ্বিপক্ষীয় আলোচনাসহ একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করার কথা আছে।
বিমানবন্দরে শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদসহ হাইকমিশনের বেশ কয়েকজন কর্মকর্তা।
ওই সময় ফুল দিয়ে শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদ, সহসভাপতি রাশেদ বাদল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্নাসহ দলীয় নেতাকর্মীরা।
পরে শিক্ষামন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রবাসে থেকেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
শিক্ষামন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মালয়েশিয়ায় তাঁদের বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি জানেন। বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।