কুয়ালালামপুরে দূতাবাসে বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ৪৬তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কুয়ালালামপুরের দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন আয়োজন করা হয়।
স্থানীয় সময় ১৬ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে দিনটি শুরু হয়। কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম।
পরে সেখানে আসেন মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বিজয় দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতবাসের লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম মুকুল এবং দোয়া পরিচালনা করেন হাইকমিশনে কর্মরত শফিকুল ইসলাম। সংক্ষিপ্ত দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেখানকার নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা নাসির জামিল, কামারুজ্জামান কামাল, ওহিদুর রহমান ওহিদ, শাহিন সরদার, মনিরুজ্জামান মনির, হুমায়ন কবির, শাখাওয়াত হক জোসেফ, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের জালাল উদ্দিন সেলিম, মোনায়েম খান, ছাত্রলীগের রাসেল শিকদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।