আপনার জিজ্ঞাসা
টুপি পরা কি সুন্নাত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ৭ম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, টুপি পরা কি সুন্নাত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের দেশের আলেমরা সবসময় টুপি পরে থাকেন। আমরা সাধারণ মানুষরা পরি না। আমার প্রশ্ন হলো, টুপি পরা কি সুন্নাত না কি টুপি পোশাকের অংশ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। টুপি পরা পোশাকের অংশ। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। টুপি তো এক প্রকার পোশাকই। পোশাকের যেমন বিভিন্ন ধরন থাকে তার মধ্যে একটি হলো টুপি। তবে এটি ইবাদত সম্পৃক্ত সুন্নাহ নয়। তবে আমাদের রাসুল (সা.) টুপি পরেছেন। এটা একাদিক হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এটি শুধুই পোশাকের অংশ।