আপনার জিজ্ঞাসা
মাগরিবের নামাজের মতো বেতের পড়া যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮৭তম পর্বে মাগরিবের তিন রাকাত নামাজের মতো করে বেতের পড়া যাবে কি না, সে সম্পর্কে চট্টগ্রাম থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মো. নূর আলম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমরা যে বেতেরের নামাজ পড়ি, সেটা যদি আমি তিন রাকাত পড়ি তাহলে মাগরিবের মতো পড়া যাবে কি না?
উত্তর : না। সহিহ হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। ‘তোমরা বেতেরকে মাগরিবের মতো করো না’; মানে মাঝখানে বসো না। যদি মাঝখানে না বসে একবারে তিন রাকাত পড়েন, তাহলে এটিই হবে তিন রাকাত পড়ার নিয়ম। এভাবে আরো সহজ হয়ে গেল।
আমরা মাগরিবে দুই রাকাতের পর বৈঠক করি, আত্তাহিয়াতু পড়ি। বেতের তিন রাকাত পড়তে গেলে দুই রাকাত পর আমরা বসব না, দাঁড়িয়ে যাব। অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা যখন তিন রাকাত পড়ব, সেটাই বেতের হয়ে যাবে।
বেতের শব্দের অর্থ হচ্ছে বিজোড়। তবে মাগরিবের মতো করে সালাতুল বেতেরকে পড়তে আল্লাহর রাসুল নিষেধ করেছেন।