বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর। বন্যপ্রানী বিশেষজ্ঞ রেজা খানের মতে, টাঙ্গুয়ার হাওরে পাখি আছে প্রায় ২৪০ প্রজাতির। এসব পাখির বড় একটি অংশই পরিযায়ী পাখি। আর টাঙ্গুয়ার হাওরের মতো এত বেশি পরিযায়ী পাখি দেশের আর কোথাও দেখা যায় না। মেঘালয় পাহাড়ের কোলে বিশাল এ জলাভূমি পরিযায়ী পাখিদের জন্য যেন এক স্বর্গ। ছবি : ডয়চে ভেলে