Beta

আপনার জিজ্ঞাসা

গর্ভের সন্তানের ফিতরা আদায় করতে হবে?

২২ মে ২০১৯, ১৪:২৭ | আপডেট: ২২ মে ২০১৯, ১৪:৩০

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার দ্বিতীয় পর্বে গর্ভের সন্তানের ফিতরা আদায় করতে হবে কি না, সে বিষয়ে খুলনা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন সাথী। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : আমার বাচ্চা পেটে। তারিখ অনুযায়ী ঈদের পর পরই হবে, তার ফিতরা দিতে হবে কি না?

উত্তর : উত্তম হচ্ছে তার ফিতরা আদায় করা। অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হলো, যদি গর্ভে সন্তান থাকে এবং সেটা যদি ঈদের রাতে প্রমাণিত হয়, তাহলে তার পক্ষ থেকে ফিতরা আদায় করা মুস্তাহাব।

Advertisement