Beta

আপনার জিজ্ঞাসা

বাচ্চারা কি তাবিজ পরতে পারবে?

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৪

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৬০১তম পর্বে বাচ্চারা তাবিজ পরতে পরবে কি না, সে বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন ফারুক আহমেদ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : একজন আলেম বলেছেন, সাত বছরের নিচে যারা আয়াতুল কুরসি শেখেনি, তারা তাবিজ পরতে পারবে। এটা কতটুকু সত্য?

উত্তর : এই আলেম আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)-এর বক্তব্য উল্লেখ করেছেন। এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) তাবিজ দিতেন না। এই হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হলো, বাচ্চাদের বয়স কম হওয়ার কারণে কোনো পড়া মুখস্থ করাতে পারত না, এই জন্য বাচ্চাদের গলাতে ঝুলিয়ে দিতেন বা লটকিয়ে দিতেন, এই কথা এসেছে। তাবিজ দেওয়া আর গলায় ঝুলিয়ে দেওয়া বিষয়টি এক নয়। এই বন্ধু বিষয়টি বুঝতেই পারেননি। গলায় ঝুলিয়ে দিতেন যাতে বাচ্চারা এটা পড়তে পারে বা মুখস্থ করতে পারে। তাই এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়।

Advertisement