আপনার জিজ্ঞাসা
তাহাজ্জুদের পর কি আবার বিতর পড়তে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৫৩তম পর্বে চিঠিতে তাহাজ্জুদ নামাজের পর বিতর আদায় প্রসঙ্গে ঢাকার উত্তরা থেকে জানতে চেয়েছেন মিসেস লাকী। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : এশার নামাজে বিতর নামাজ আদায়ের পর তাহাজ্জুদ পড়লে কি পুনরায় বিতর নামাজ আদায় করতে হবে?
উত্তর : তাহাজ্জুদের নামাজের পর যদি আপনি বিতর নামাজ আদায় করতে চান, তাহলে তা করতে পারবেন। তবে একবার বিতর আদায় করার পর দ্বিতীয়বার বিতর পড়ার দরকার নেই এবং তা জায়েজও নয়। যেহেতু রাসূল (সা.) নিষেধ করে দিয়েছেন, ‘এক রাতের ভেতর দুটি বিতর নেই।’
সুতরাং কেউ যদি সন্ধ্যারাতে বিতর আদায় করে থাকেন, তাহলে তাঁর জন্য তাহাজ্জুদ নামাজে বিতর আদায় করা জায়েজ নয়। কিন্তু এ ক্ষেত্রে উত্তম হচ্ছে, সন্ধ্যারাতে যদি কেউ দুই রাকাত বিতর আদায় করে থাকেন, তাহলে তাহাজ্জুদ নামাজের সময় প্রথমেই তিনি এক রাকাত বিতর পড়ে সালাম ফেরাবেন। এর ফলে তাঁর আগের বিতর নামাজ যোগ হয়ে যাবে। তার পর তিনি দুই রাকাত, দুই রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়বেন।