আপনার জিজ্ঞাসা
যায় দিন ভালো, আসে দিন খারাপ—কথাটি কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৫০তম পর্বে টেলিফোনের মাধ্যমে বুলবুল নামের একজন জানতে চেয়েছেন, যায় দিন ভালো, আসে দিন খারাপ—কথাটি কি সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : যায় দিন ভালো, আসে দিন খারাপ—কথাটি কি সঠিক? এ ব্যাপারে ইসলামের ব্যাখ্যা কী?
উত্তর : এটি একটি প্রবাদ। মানুষ অভিজ্ঞতার আলোকে এটির প্রচলন করেছে। অভিজ্ঞতা আসলে অনেক জিনিসকেই বাস্তব রূপ দিয়ে থাকে। দীর্ঘদিনের অভিজ্ঞতার বিষয় যখন মানুষের কাছে আসে তখন এটা উপলব্ধ হয় যে, এটাই হয়তো অনেকটা বাস্তব। তখন যেটা চলে গেছে সেটাকে ভালো হিসেবে ব্যাখ্যা করা হয় আর যেটা আসছে সেটার জন্য আপনাকে সতর্ক করা হয়। এই মর্মে ইসলামে একটি হাদিস আছে, যেটা আসছে সেটা আগেরটার চেয়ে খারাপ। তবে এটা সামগ্রিকভাবে বুঝতে হবে। এটা ব্যক্তিগত কোনো বিষয় নয়। কারণ, একজন মানুষের গতকালের চেয়ে আগামীকাল ভালোও হতে পারে। এটা সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে। সেভাবে চিন্তা করলে কথাটির কনসেপ্ট সত্য।