আপনার জিজ্ঞাসা
অসুখ থেকে মুক্তির জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া আছে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৯৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছে,অসুখ থেকে মুক্তির জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া আছে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
অসুখ থেকে মুক্তির জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া আছে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। অসুস্থতার জন্য অনেক দোয়া আছে। দোয়ার বই থেকে সেগুলো পড়ে নেবার চেষ্টা করবেন ও পড়ার চেষ্টা করবেন। সকাল ও সন্ধ্যা রাসুল (সা.) এর শিক্ষা দেওয়া দোয়াগুলো পড়ার চেষ্টা করুন। তাহলে আপনি অসুস্থতা ও বিভিন্ন বালা-মসিবত থেকে মুক্তি পেতে পারেন। আবার আজানের পর একামতের আগে পড়ার একটি দোয়া আছে সেটাও পড়ার চেষ্টা করবেন। এর জন্য একটি বইয়ের নাম বলতেছি সেখান থেকে দোয়াগুলো পড়তে পারেন। বইটির নাম হলো, হিসনুল মুসলিম। বইটি থেকে দোয়া নিয়মিত করলে আপনার বিপদ-আপদ থেকে মুক্তি মিলতে পারে। তবে অবশ্যই শুধু দোয়া নয়, দোয়ার পাশাপাশি নিজেকেও সচেতন হতে হবে। তাছাড়া নিয়মিত নামাজ পড়বেন, রাতের নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে।