আপনার জিজ্ঞাসা
অসুস্থ নারীর সামর্থ্য থাকলে তার বদলি হজ করানো যাবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩৩০৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, অসুস্থ নারীর সামর্থ্য থাকলে তার বদলি হজ করানো যাবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : অসুস্থ নারীর সামর্থ্য থাকলে তার বদলি হজ করানো যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। আপনি কোনো অসুস্থ মহিলার বদলি হজ নিয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ, কারো ওপর যদি হজ ফরজ হয়ে যায়, কিন্তু তিনি অসুস্থ থাকেন বা অক্ষম হন তাহলে বদলি হজ করাতে হবে। একদিন রাসুল(সা.) এর কাছে এক ব্যক্তি আসলেন। তিনি বললেন, হে রাসুল (সা.) আমার আব্বার ওপর হজ ফরজ কিন্তু তার শারীরিক অবস্থা নেই, তিনি অনেক বৃদ্ধ। এখন তার পক্ষ থেকে আমি হজ করব কিনা? তখন রাসুল (সা.) বললেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ ও ওমরা পালন করবে। মানে হজ এবং ওমরা দুটোই পালন করতে হবে। আর যারা হজ করবেন তারা ওমরাও করবেন। এখানে একটা আরেকটার পরিপূরক। এখন আমরা প্রশ্ন অনুসারে বলব, নারী হলেও ফরজ হলে বদলি হজ করাতে হবে। এটাই স্পষ্ট বক্তব্য।