মাওলানা আবু ইউসুফের স্বপ্ন ছিল গোটা পৃথিবীতে কুরআন ছড়িয়ে দেওয়া : মুফতি মহিউদ্দিন

কুরআনের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ মহিউদ্দিন বলেছেন, মরহুম আবু ইউসুফের স্বপ্ন ছিল গোটা পৃথিবীতে কুরআনকে ছড়িয়ে দেওয়া।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি মিডিয়া পার্টনার এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মুফতি মহিউদ্দিন বলেন, আবু ইউসুফ আজকে আমাদের মধ্যে নেই। যার জন্য আমাদের মন ভারাক্রান্ত। গত রমজানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আমরা উনার মাগফেরাত কামনা করি। আজকে এই ১৭ তম বারের মত পিএইচপি কুরআনের আলো হাটি হাটি পা পা করে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে কুরআনকে ছড়িয়ে দিয়েছে। আপনারা জানেন গত বছর আমাদের ইউসুফ রহমতুল্লাহের নেতৃত্বে দুবাইতে রেকডিং হয়েছে। উনার স্বপ্ন ছিল গোটা পৃথিবীতে কুরআনকে ছড়িয়ে দেওয়া। এবং সেই স্বপ্ন পূরণে আমরা একদল কুরআন প্রেমিক ঐক্যবদ্ধ হয়ে অনুষ্ঠানকে চলমান রেখেছি।
মুফতি মহিউদ্দিন বলেন, ইউসুফ ভাইয়ের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন ইউসুফ ভাইয়ের দুই কলিজার টুকরা। আমরা দুই সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমরা পিএইচপি কুরআনের আলোর সহযোগিতা অস্বীকার করা নয়, কিন্তু স্বীকার কিভাবে করবো আল্লাহ তাহাল্লার দরবারে জানি না। বিশেষ করে আলহাজ্ব মিজানুর রহমানের জন্য আমরা দোয়া চাচ্ছি। উনি অসুস্থতার কারণে আজকে এখানে আসতে পারেন নাই। কিন্তু উনার বড় ছেলে মহসিন ভাই এখানে এসে আমাদের ধন্য করেছেন।