জামালপুরে সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে দুইশ বছরের পুরোনো মসজিদ 

সময় বদলেছে, যুগও পরিবর্তন হয়েছে, কিন্তু রয়ে গেছে দুইশ বছরের পুরোনো এক ঐতিহ্যের সাক্ষী। জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে আছে একটি প্রাচীন মসজিদ, যা স্থানীয়দের কাছে ‘পশ্চিম রঘুনাথপুর পুরনো মসজিদ’ নামে পরিচিত।সংরক্ষণের অভাবে দিন দিন নষ্ট হচ্ছে মসজিদটির সৌন্দর্য্য। দেয়ালে দেখা ফাটল দিয়েছে, ধুলোবালির আস্তরণ জমে গেছে চারপাশে, শ্যাওলা পড়ে বদলে গেছে রঙ। নেই...