রম্য
মুস্তাফিজের সাফল্যের গোপন রহস্য
বোলিং দিয়ে মুগ্ধ করে চলছেন গোটা ক্রিকেটবিশ্বকে মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই গোল্ডেন বয়ের বোলিং মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান। তাই মুস্তাফিজের বোলিং সাফল্যের গোপন রহস্য জানার জন্য আগ্রহের শেষ নেই ভক্তদের। সে জন্য ভক্তদের চাহিদার কথা চিন্তা করে মুস্তাফিজের সাফল্যের গোপন রহস্যের কাল্পনিক চিন্তাধারা এনটিভি অনলাইনে প্রকাশ পেল।
বলের মালিক
ছোটবেলায় মুস্তাফিজের একটা বল ছিল। সেই বল নিয়ে তিনি মাঠে খেলতে যেতেন। বল যেহেতু মুস্তাফিজের, তাই তিনি প্রভাব খাটিয়ে ইচ্ছেমতো বোলিং করতেন। বন্ধুদের বোলিং করতে দিতেন না। সেই থেকে বোলিং করতে করতে তিনি বোলার হয়ে গেছেন।
কাটার
ছোটবেলায় মুস্তাফিজ একবার সেলুন মামার কাছ থেকে কাটার স্টাইলে চুল কাটতে চাইছিলেন। কিন্তু মুস্তাফিজ ছোট ছিলেন, সে জন্য সেলুন কথা রাখেনি। কিন্তু কে জানত, সেদিনের সেই ছোট্ট মুস্তাফিজ বড় হয়ে নিজে কাটার করবেন। হোক না সেটা বোলিং কাটার। কাটার কাটারই। কেননা, এই কাটার করেই মুস্তাফিজ বিশ্বের বাঘা বাঘা ব্যাটিং লাইনআপ শেষ করে দিচ্ছেন।
কোম্পানির প্রচারের জন্য
মুস্তাফিজ মাঠে নামলেই তাঁর দিকে চোখ থাকে গোটা দুনিয়ার। সে জন্য তিনি অল্পদিনে ব্যাপক পরিচিতি পেয়ে যাচ্ছেন। তাই বলা যায়, শুধু কোম্পানির প্রচার, আইমিন নিজের প্রচারের জন্য ইচ্ছে করে ভালো বোলিং করেন।