রম্য
হিরো আলম ও সেফুদার কারণে ফেসবুকে ধস
সম্প্রতি ফেসবুকের লাইক-কমেন্ট-শেয়ারে ধস নেমেছে। এ জন্য বেকার হয়ে গেছেন অনেক উঠতি ফেসবুক সেলিব্রেটি। প্রিয় পাঠক, হাস্যরস কাল্পনিক তদন্ত করে বের করেছে ফেসবুকে এমন ধস নামার পেছনে মূলত দুজন দায়ী। এক হিরো আলম, অন্যজন সেফুদা।
১. হিরো আলম
বাংলার তৃণমূল ফেসবুক সেলিব্রেটিদের লাইকার ও কমেন্টদাতা গংদের নেতা হিরো আলম। এই তৃণমূল লাইকার ও কমেন্টাররা হিরো আলমের ইশারা ছাড়া কারো স্ট্যাটাসে কিংবা ছবিতে লাইক, কমেন্ট করে না বলে খবর পাওয়া গেছে। অনেকের দাবি, হিরো আলম চায় না আর কেউ ফেসবুক সেলিব্রেটি হোক, সে জন্য সবার স্ট্যাটাসে লাইক-কমেন্ট কম করার নির্দেশ দিয়েছে তার সাগরেদদের।
২. সিফাত উল্লাহ সেফু
আন্তর্জাতিক লাইকার ও কমেন্টারদের নেতা সিফাত উল্লাহ সেফু। ধারণা করা হচ্ছে, তার ইশারায় এখন আর আন্তর্জাতিক কোনো লাইকার এবং কমেন্টারদের লাইক, কমেন্ট পাচ্ছে না বাংলাদেশের ফেসবুক সেলিব্রেটিরা। নাম প্রকাশে অনিচ্ছুক সিফাত উল্লাহর এক শিষ্য বলেন, লাইক এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।