রম্য
ঢাকায় বিনোদন!
ফ্লাইওভারে উড়তে থাকুন
আপনার লাইফের যাবতীয় টেনশন দূর করতে চলে যান ফ্লাইওভারে। যেহেতু ঢাকা এখন ফ্লাইওভারের শহরে রূপ নিয়েছে, সেহেতু এ সুযোগ মিস করবেন কেন? আপনার অফিসের বসের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে চলে যেতে পারেন যেকোনো ফ্লাইওভারে! সেটা হতে পারে মগবাজার, মৌচাক বা ইস্কাটনের ফ্লাইওভারে। আর হ্যাঁ, ফ্লাইওভার যেহেতু উড়ালপুল, সেহেতু আবার সেখানে ডানাবিহীন উড়তে যাইয়েন না কিন্তু।
সাইকেল নিয়ে ঘুরতে পারেন
অল্পস্বল্প টাকায় একটা সাইকেলও কিনে ফেলতে পারেন। তাতে করে ঢাকার বুকে যখন যেখানে খুশি চলে যেতে পারবেন অনায়াসে। কাজের কাজও হবে, আবার শরীরের ব্যায়ামও হয়ে যাবে। এ তো যেন সেই, রথও দেখা হয়ে যাবে আবার কলা বেচাও হবে। সঙ্গে সঙ্গে অফিসে যাওয়া, বাজারে যাওয়া, এমনকি ডেটিং যাওয়ার পাশাপাশি প্রেমিকাকে নিয়ে শর্ট জার্নিটাও সাইকেলে সেরে নিতে পারেন।
জ্যামে বসে নিজেকে বিনোদিত + বিকশিত করুন
জ্যামে আটকাপড়াকে সকলে নেগেটিভভাবে দেখলেও আপনি এটাকে ঠিকই পজিটিভলি নিতে পারেন। কেননা, জ্যামে বসে আপনি নিত্যনতুন মানুষের আচরণ দেখতে পাবেন। আশপাশের নিত্যনতুন গাড়ি দেখতে পাবেন। তা ছাড়া চিন্তাভাবনা করার যথাযথ সময় ও সুযোগ পেয়ে যাবেন এই জ্যামে আটকা পড়ে। তাই জ্যামে আটকা পড়ে মোটেও বিরক্ত হবেন না; বরং জ্যামে আটকা থেকেই সাধ্যমতো বিনোদিত হন।
টিভি শোরুমের সামনে দাঁড়িয়ে সময় কাটান
বিশাল বড় বড় সাইজের এলইডি টিভি ফ্রিতে দেখার এ সুযোগ কেন মিস করবেন? এলইডি কিনতে না পারলে কী হবে? দুধের স্বাদ এভাবে ঘোলে মিটিয়ে ফেলুন, দেখবেন কেউ কিচ্ছু বলবে না। নায়িকাদের বড় পর্দায় দেখার এমন সুযোগ সব সময় পাওয়া যাবে না, তাই এমনভাবেই নিজেকে আনন্দিত করান যত খুশি তত।
ওভারব্রিজের ওপর উঠে বসে থাকুন
জি হ্যাঁ, আপনি উঠে পড়ুন আপনার পাশের যেকোনো ওভারব্রিজের ওপর। তার পর দেখতে থাকুন সব রকমের গাড়ির চলাচল। দেখবেন নিজের ভেতর অন্য রকম ফিলিং কাজ করবে। মনে হবে যেন হিমালয় জয় করে তার ওপর বসে পুরো বিশ্ব দেখছেন! আপনার নিজেকে মনে হবে যেন ট্রাভেলার। আর এভাবেই নিজেকে আমোদিত করুন। দেখবেন, মনের অজান্তে ভালো লাগবে।