রম্য
ঝড়ের নাম হোক কুখ্যাতদের নামে!
সাগরে নিম্নচাপের ফলে যেসব ঝড়ের উৎপত্তি হয়, সেগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন সদ্য হয়ে গেল ‘নাডা’। এ ছাড়া ক্যাটরিনা, নার্গিস, সিডর এসব হচ্ছে ভয়ঙ্কর সব ঝড়ের নাম।
ঝড় বলতেই আমরা ভয়ঙ্কর কিছু বুঝি। ঝড় প্রাণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে। অর্থাৎ, ঝড় মানেই বিপদ। এ দৃষ্টিকোণ থেকে আরো কিছু ঝড়ের নাম তুলে ধরা হচ্ছে, যেগুলোর সাথে ‘মানুষের ক্ষতি করা’ বিষয়টা জড়িত।
ঝড় ‘বদ+রুল’: বদরুল আলমকে তো চিনেন? খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যুমুখে ঠেলে দিয়েছিল বদরুল। অর্থাৎ, বদরুল মানবসমাজের জন্য ক্ষতিকর। তাই ঝড়ের নাম ‘বদরুল’ রাখা যেতে পারে।
ঝড় ‘কামরুল’ : সিলেটে শিশু রাজনকে নির্মমভাবে হত্যার মূলহোতা ছিল কামরুল ইসলাম। মৃত্যুদণ্ডে দণ্ডিত এই কামরুল ক্ষতিকর এক প্রাণী। ঝড়ও যেহেতু ক্ষতিকর, সেহেতু আগামীতে কোনো এক ঝড়ের নাম ‘কামরুল’ রাখাই যায়।
ঝড় ‘ওবায়দুল’ : এ হচ্ছে আরেক ভয়ঙ্কর প্রাণী। ঢাকার রমনা এলাকায় স্কুলছাত্রী রিশাকে উত্ত্যক্ত করত ওবায়দুল। একপর্যায়ে গত ২৪ আগস্ট রিশাকে ছুরিকাঘাতে খুন করে ওবায়দুল। সহজেই বোধগম্য যে, ওবায়দুল কত ভয়ানক ক্ষতিকর! সুতরাং, ভয়ঙ্কর কোনো ঝড়ের নাম ‘ওবায়দুল’ রাখা যেতে পারে।
এ রকম ভয়ানক সব ঘটনা অনেক আছে। যেমন- তনু হত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যা, খুলনায় শিশু রাকিবের পেটে গ্যাস ভরে হত্যা। সেগুলোর সাথে জড়িত হোতাদের নামে ঝড়ের নামকরণ করা যেতে পারে। এতে ঝড়ের নাম শুনেই ওই সব নির্মম ঘটনার কথা স্মরণ করবে মানুষ এবং থাকবে বেশি সতর্ক।