দুই স্টকে সূচকের পতন, লেনদেন মন্দা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/21/dse-cse.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ক্রেতার চেয়ে বিক্রেতার চাপ ছিল বেশি। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে দ্বিগুণ। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনসহ সব ধরনের সূচকের পতন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৪৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স চার দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২১ দশমিক ৭৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক এক দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৪ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক শূন্য দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫০ দশমিক শূন্য এক পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৮টির ও কমেছে ৯৭টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এরপর ফু-ওয়াং ফুডের ১৭ কোটি ৪১ লাখ টাকা, সেন্ট্রার ফার্মার ১৬ কোটি ৩৮ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৩ কোটি ৬৭ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ১০ কোটি ৮১ লাখ টাকা, বিডি থাইয়ের ১০ কোটি ৩১ লাখ টাকা, সোনালী আঁশের ৯ কোটি ৬৩ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ৯ কোটি ৩ লাখ টাকা, সিএন্ডএ টেক্সটাইলের আট কোটি ৫২ লাখ টাকা এবং খান ব্রাদার্সের আট কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার পাঁচ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ছয় কোটি ২৭ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৯ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট, সিএসই৩০ সূচক সাত দশমিক ৪৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ছয় দশমিক ২১ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ১৯ পয়েন্ট করে কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৩১ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭টির, কমেছে ৪৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬১টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং সিরামিকের এক কোটি তিন লাখ টাকা, বিডি থাইয়ের ৪৯ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৪৩ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ২৯ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ১৯ লাখ টাকা, সিএন্ডএ টেক্সটাইলের ২৮ লাখ টাকা, খান ব্রাদার্সের ২২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২০ লাখ টাকা, লাফার্জহোলসিমের ১৯ লাখ টাকা এবং ওয়েস্টার্ন মেরিনের ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।