মাইডাস ফাইন্যান্সের এজিএম সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে এই এজিএমে ২০২২ সমাপ্ত বছরের (জানুয়ারী-ডিসেম্বর) কোম্পানিটির নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।
এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশ করা ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। একই সঙ্গে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন কোম্পানির পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ, কর্পোরেট গভর্নেন্স কমপ্লাইন্স, নিরীক্ষক ও তার পারিশ্রমিক নির্ধারন সহ অন্যান্য ব্যবসার অনুমতি এজেন্ডা অনুমোদন হয়েছে। এছাড়া এজিএমে দুটি বিশেষ এজেন্ডা অনুমোদন হয়েছে। এগুলো হলো- কোম্পানির নিবন্ধিত নাম পরিবর্তন এবং শরীয়াহ ভিত্তিক ইসলামিক ফাইন্যান্স খোলা।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলী ইমাম মজুমদার। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, গোলাম রহমান, আব্দুল করিম, নাজনীন সুলতানা, মো. শাহেদুল আলম এবং মো. শামসুল আলম। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, কোম্পানি সচিব তানভীর হাসান সহ শেয়ারহোল্ডাররা।