প্রধান সূচকসহ লেনদেন কমেছে

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে। আলোচিত সপ্তাহে শেয়ারবাজারে মূলধনও কমেছে। প্রধান সূচক সিএএসপিআইয়ের পতন হয়েছে। টপটেন লেনদেনের ৫০ শতাংশ দুর্বল কোম্পানির শেয়ারের দখলে রয়েছে। দুর্বল কোম্পানিগুলো হলো- বিডি থাই, অলিম্পিক এক্সেসরিজ, প্যাসিফিক ডেনিমস, খুলনা প্রিন্টিং ও আরএন স্পিনিং।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৬ হাজার ৭৩ কোটি ৩৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৭৬ হাজার ৮৯ কোটি ৮৪ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৬ কোটি ৫১ লাখ টাকা। আলোচিত সপ্তাহে লেনদেন হয়েছে ৩১ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৭০ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৪ কোটি ৮০ লাখ টাকা। তালিকাভুক্ত ২৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৩টির, দর কমেছে ৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির।
প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক শূন্য ছয় শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৫২০ দশমিক ১৩ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক শূন্য তিন শতাংশ, সিএসসিএক্স সূচক দশমিক শূন্য সাত শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ১১ শতাংশ করে করে কমেছে। এ ছাড়া সিএসই৩০ সূচক দশমিক শূন্য এক শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক দশমিক শূন্য ৯ শতাংশ করে বেড়েছে।
গেল সপ্তাহে ‘বি’ ক্যাটাগরি ৪০ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরি ১০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। এ ছাড়া ‘এ’ ক্যাটাগরির ৫০ শতাংশ কোম্পানির শেয়ার দর টপটেন লেনদেনে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ‘এ’ ক্যাটাগরির ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের শেয়ার। একাই পাঁচ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।