নিরঙ্কুশ জয়লাভ করায় শেখ হাসিনাকে বিএসইসির অভিনন্দন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অ্যধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিএসইসির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ডা. মিজানুর রহমান, কমিশনার আব্দুল হালিম, অধ্যাপক রুমানা ইসলাম প্রমুখ।