পদত্যাগ করেছেন বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত
ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। গতকাল শনিবার (১০ আগস্ট) রাতে ইমেইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগ করার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এর আগে গত শুক্রবার একইভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান গভর্নর আব্দুর রউফ তালুকদার।
জানা গেছে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কর্মস্থলে যোগ দেননি।
গত ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম চার বছরের জন্য পুনর্নিয়োগ পান। তিনি বিএসইসির চেয়ারম্যান হিসেবে প্রথম নিয়োগ পান ২০২০ সালের মে মাসে।