পদত্যাগ করলেন বিএসইসির কমিশনার শামসুদ্দিন আহমেদ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন সংস্থাটির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
আজ সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বিএসইসির কমিশনার পদ হতে পদত্যাগ ১১/০৮/২০২৪ তারিখ থেকে কার্যকর হলো। পদত্যাগ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ২০২০ সালের ২০ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।