সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হলেন ড. এম. মাসরুর রিয়াজ। আগামী ৪ বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, ড. এম. মাশরুর রিয়াজকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা- ৫ও ৬-এর বিধানাবলী প্রতিপালন করত: উক্ত আইনের ধারা-৫(২) অনুসারে তাঁর নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, এম মাশরুর রিয়াজ নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ১৯৯৮ সালে ইউনিভার্সিটি অব নিউ ওরলিন্স থেকে এমবিএ করেন। পরবর্তীতে ২০০৬ সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন।