হামি ইন্ডাস্ট্রিজের এমডি হাসিবকে কোটি টাকা জরিমানা
শেয়ার কারসাজির অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে এক কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির দায়ে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএসএম হাসিব হাসানকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ার লেনদেনে কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার অভিযোগে ইমাম বাটনের এমডি হাসিব হাসানকে এক কোটি টাকা জরিমানা করা হয়। এছাড়া কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় শাহারা জামান ও তার সহযোগী আশফাকুজ্জামানকে ২ লাখ ৫০ হাজার টাকা করে, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডকে ১০ লাখ টাকা এবং এম লুৎফুল গণি টিটু ও তার সহযোগী মো. মাহমুদুল হাসান, বেঞ্জু খাদো ভেঞ্চারের স্বত্বাধিকারী খাইরুল হাসান বেঞ্জু, লুৎফুন্নাহার বেগম, আকিকুন্নাহারসহ প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়।