ইসলামী ব্যাংকের অস্বাভাবিক দরবৃদ্ধি তদন্তের নির্দেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধি এবং অধিক পরিমাণ শেয়ার লেনদেনের কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশ দিয়ে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার বরাবর চিঠি পাঠিয়েছে বিএসইসি। ডিএসইকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।
বুধবার বিএসইসির উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দর ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এটির পেছনে কোন যৌক্তিক কারণ আছে কিনা সেটি খুঁজে বের করতে হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে কোম্পানির লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের কারসাজি বা অনৈতিক কোন লেনদেনের ঘটনা ঘটছে কিনা সেটিও তদন্তের নির্দেশ দেওয়া হলো।
এক্ষেত্রে ইসলামী ব্যাংকের গত ৬ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালীন লেনদেন ও দর বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে বলা হয়। ব্যাংকটির গত ৬ আগস্টের লেনদেন শুরু হওয়ার আগের ৩২ টাকা ৬০ পয়সার শেয়ারটি ২৫ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৭০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ এই সময়ের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩৭ টাকা ৮০ পয়সা বা ১১৬ শতাংশ। ব্যাংকটির দরবৃদ্ধির পেছনে কোন লঙ্ঘন আছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।