বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিনিয়োগকারীদের
পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারীরা। এসময় তারা বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করার দাবি জানান।
আজ বুধবার (২ অক্টোবর) বেলা ১২টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে সংগঠনটির বিনিয়োগকারীরা মানববন্ধন করেন। মানববন্ধনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধারাবাহিক পতনে প্রতিদিন হাওয়ায় মিশে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার বাজার মূলধন, সামনে আরও হারাবে এমন ভয়ে আতঙ্কে দিন কাটছে বিনিয়োগকারীদের জানিয়েছেন মানববন্ধন ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে ভাষণে পুঁজিবাজার ইস্যুতে ইতিবাচক কোনো বক্তব্য আসেনি জানিয়ে নেতাকর্মীরা বলেন, এক্ষেত্রে বিএসইসি নতুন কমিশন পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
সম্প্রতি দরপতনের কারণে বর্তমানে বিনিয়োগকারীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে জানিয়ে নেতাকর্মীরা বলেন, এখন বিনিয়োগকারীদের একটাই দাবি, বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগ। একইসঙ্গে আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাই। আর সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি রাখেন।