ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৭৪ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (৯ অক্টোবর) প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে ক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ১৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৮ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৩৬২ পয়েন্টে। সূচকের উত্থান গতি পরে কমে আসে। লেনদেনের শুরুর প্রথম এক ঘণ্টায় সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৮৫ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৫০ দশমিক শূন্য ছয় পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক আট দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৫ দশমিক ৮১ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১১ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৫০ দশমিক ৩০ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৬টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। লেনদেন করেছে সাত কোটি সাত লাখ টাকা। এ ছাড়া এনআরবি ব্যাংকের চার কোটি ১৯ লাখ টাকা, ইসলামী ব্যাংকের তিন কোটি ৭১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের তিন কোটি আট লাখ টাকা, টেকনো ড্রাগসের দুই কোটি ৬৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের দুই কোটি ৬৩ লাখ টাকা, গ্রামীণফোনের দুই কোটি ৫৫ লাখ টাকা ও খান ব্রাদাসের এক কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।