সূচক পতন লেনদেন মন্দা, দরপতন ৮৬ শতাংশ কোম্পানির
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২৭ অক্টোবর)। একদিনের ব্যবধানে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমল ১৪৯ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় এদিন বাজারে মূলধন কমেছে ৯ হাজার ৭৮০ কোটি টাকা। লেনদেন কমে আজ ৩০০ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
অনুসন্ধানে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০৬ কোটি এক লাখ টাকার শেয়ার। সেখান থেকে কমে আজ লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। আজ পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৭ হাজার ৮৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। যা আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৬৫ দশমিক ৩৯ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১১৪ দশমিক ৫৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ৩৬ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৭ দশমিক ৭২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪৮ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩০ দশমিক ৯৯ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৯টির ও কমেছে ৩৪১টির বা ৮৬ দশমিক ১১ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৬টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ৯ কোটি সাত লাখ টাকা, এনআরবি ব্যাংকের আট কোটি ১৬ লাখ টাকা, ইসলামী ব্যাংকের সাত কোটি ৭৯ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের ছয় কোটি ৯৭ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ছয় কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৪৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে স্কয়ার নিট কম্পোজিটের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২ দশমিক শূন্য সাত শতাংশ।