৪৭ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক আজ
দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির দরপতন হচ্ছে। রয়েছে লেনদেনে চরম মন্দা। অপ্রত্যাশিতভাবে কমেছে পুঁজিবাজারে মূলধন পরিমাণ। সেই ধারায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমে আজ সোমবার (২৮ অক্টোবর) চার হাজার ৮৬৬ পয়েন্টে অবস্থান করেছে। বিগত তিন বছরের ১১ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক। ডিএসইর সূত্রে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০২০ সালের ৩০ নভেম্বর সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছিল চার হাজার ৮৬৬ দশমিক ৮৪ পয়েন্টে। আজ সূচক ডিএসইএক্স ৬৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৮৯৮ দশমিক ৫২ পয়েন্টে। এটি গত তিন বছরের ১১ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল চার হাজার ৯৬৫ দশমিক ৩৯ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক ২০ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭ দশমিক ৪৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৫ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০৫ দশমিক ৮৯ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি টাকার শেয়ার। যা আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৩০৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইর পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৩ হাজার ৬১৩ কোটি টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৪৭ হাজার ৮৮ কোটি টাকার শেয়ার। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৫টির ও কমেছে ২৪৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল পলিমারের ১১ কোটি ১৮ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৭৮ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১০ কোটি ৫৩ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ৯ কোটি ১৭ লাখ টাকা, খান ব্রাদার্সের আট কোটি ৫৪ লাখ টাকা, টেকনো ড্রাগসের আট কোটি ১৭ লাখ টাকা, গ্রামীণফোনের সাত কোটি ৭৬ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের সাত কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৯০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।