৯৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৩০ অক্টোবর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ল ১৪৭ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৯৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় এদিন বাজারে মূলধন বেড়েছে ১২ হাজার কোটি টাকা। লেনদেন বেড়ে আজ ৫০০ কোটি টাকার ঘরে চলে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকা। সেখান থেকে বেড়ে আজ লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৩১ লাখ টাকা। আজ পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৩ হাজার ৭২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫১ হাজার ৬৯৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে মূলধন বেড়েছে ১২ হাজার ২৫ কোটি টাকা। আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৪৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৬৪ দশমিক ৮৩ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৭ দশমিক ৩২ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক ২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৬ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৫৭ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৫ দশমিক ৮৬ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৭৩টির বা ৯৩ দশমিক ৯৫ শতাংশ ও কমেছে ১৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবের ১২ কোটি ৯৪ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের ১২ কোটি ২৫ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ১১ কোটি ৭৯ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ২৭ লাখ টাকা, ইবনে সিনার ১১ কোটি ছয় লাখ টাকা, একমি ল্যাবের ১০ কোটি ৮৯ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১০ কোটি ছয় লাখ টাকা, টেকনো ড্রাগসের ৯ কোটি ৯০ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের ৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে সাত দশমিক ৯২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।