সূচকের পতন লেনদেনও কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমল ৩০ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন বাজারে মূলধন কমেছে। লেনদেন কমে আজ পাঁচশ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
অনুসন্ধানে জানা যায়, গত বুধবার লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ২০ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫৪১ কোটি ৫৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ৮০৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭২ হাজার ৬০২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩১৬ দশমিক ৩৩ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৪৭ দশমিক শূন্য আট পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক দুই দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৫ দশমিক ৫৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৭ দশমিক ৯০ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৭টির ও কমেছে ২৪৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫২টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ২১ কোটি ২৪ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৯ কোটি ৯০ লাখ টাকা, গ্রামীণফোনের ১৩ কোটি ৮৫ লাখ টাকা, বেস্ট হোল্ডিংয়ের ১৩ কোটি ৬৩ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি টাকা, ইসলামী ব্যাংকের ১২ কোটি ২৬ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১০ কোটি ৭৪ লাখ টাকা, ফার্মা এইডসের ৯ কোটি ৬০ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফার্মা এইডসের শেয়ার। কোম্পানিটির ইউনিটের দর কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।