প্রথম ঘণ্টায় ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান

প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১২৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। এই সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেনের শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ১২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১৬ পয়েন্ট। পরে শেয়ার কেনার চাপ কিছুটা কমে আসে। এতে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্স উত্থান হয়েছে ৯ দশমিক ৭০ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ২১০ দশমিক শূন্য সাত পয়েন্টে। আলোচিত সময়ে ডিএস৩০ সূচক তিন দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১২ দশমিক ৯৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ দশমিক ২৯ পয়েন্টে।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড। লেনদেন হয়েছে ১০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। এ ছাড়া মালেক স্পিনিংয়ের ছয় কোটি ৭৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ১২ লাখ টাকা, বিডি থাইয়ের পাঁচ কোটি ৪২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের তিন কোটি ৬৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের তিন কোটি ৪০ লাক টাকা, ফু-ওয়াং সিরামিকের দুই কোটি ৪৯ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের দুই কোটি ৪৪ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের দুই কোটি ১০ লাখ টাকা এবং বারাকা পাওয়ারের দুই কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।