মেঘনা পেট্রোলিয়ামের মুনাফার ৩৪ শতাংশ পাবে শেয়ারহোল্ডাররা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/12/megna.jpg)
পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়ামের সর্বশেষ সমাপ্ত হিসাব ২০২৩-২০২৪ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫০ টাকা ১১ পয়সা। এর মধ্যে কোম্পানির শেয়ারহোল্ডাররা শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারে পাবে ১৭ টাকা বা ৩৩ দশমিক ৯৩ শতাংশ। বাকি ৩৩ টাকা ১১ পয়সা বা ৬৬ দশমিক শূন্য সাত শতাংশ চলে যাবে কোম্পানির রিজার্ভ বা রিটেইল প্রফিটে।
সদ্য সমাপ্ত হিসাব অর্থবছরের (২০২৩-২০২৪) আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল সোমবার (১১ নভেম্বর) কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন করেছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২৩-২০২৪ সমাপ্ত হিসাব অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫০ টাকা ১১ পয়সা। আগের ২০২২-২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৯ টাকা ২৫ পয়সা বা ২২ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩-২০২৪ সমাপ্ত হিসাব অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি ১৭ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা শেয়ার প্রতি ফেস ভ্যালুর ১৭০ শতাংশ।
আলোচিত সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৪৬ টাকা ১৭ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল একশ টাকা সাত পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩৪ টাকা ১২ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২০০ টাকা এক পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ১ ফেব্রুয়ারি, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।