সম্পদমূল্যর ৩.২৫ গুণ বেশি দরে এডিএন টেলিকমের শেয়ার বেচাকেনা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ৩২ টাকা ১৫ পয়সা। কিন্তু গতকাল বৃহস্পতিবার কোম্পানির শেয়ারপ্রতি দর ১০৪ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে। যার ফলে সম্পদমূল্যের ৩ দশমিক ২৫ গুন বেশি দরে বেচাকেনা হচ্ছে এই শেয়ার। এতো বেশি দরে শেয়ারটি কেন বেচাকেনা হচ্ছে, সেই বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার আহবান পুঁজিবাজার বিশ্লেষকদের।
গত সপ্তায় (রোববার থেকে বৃহস্পতিবার) এডিএন টেলিকমের ১১৭ কোটি ১৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের পাঁচ দশমিক ৬৮ শতাংশ একাই করেছে কোম্পানিটি। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার লেনদেনের শীর্ষে উঠে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে গত ১৬ জানুয়ারি এডিএন টেলিকমের শেয়ারের সমাপনী দর ছিল ৯৩ টাকা ৩০ পয়সা। যা গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ১০৪ টাকা ৪০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ১১ টাকা ১০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে মোট শেয়ারের মাধ্যমে ডিএসইর বাজারে মূলধন বেড়েছে ৭১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ৪৯২ টাকা। গেল সপ্তাহটিতে ৩৯৭টি কোম্পানির দুই হাজার ৬৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেখানে সপ্তাহটিতে কোম্পানিটির ১১৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, কোম্পানির পুঁজিবাজারে আসার পর গত অর্থবছরগুলোতে যে পরিমাণ লভ্যাংশ দিয়েছে, তা খুব ভাল সেটা বলা যাবে না। এই পর্যন্ত কোম্পানিটি ১৫ শতাংশের বেশি লভ্যাংশ কখনোই দেয়নি। আবার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ১৫ পয়সা। অপরদিক গতকাল বৃহস্পতিবার কোম্পানির শেয়ারপ্রতি দর দাঁড়ায় ১০৪ টাকা ৪০ পয়সা। যা সম্পদমূল্যের ৩ দশমিক ২৫ গুন বেশি দরে বেচাকেনা হচ্ছে শেয়ারটি। এতো বেশি দরে কেন বেচাকেনা হচ্ছে, সেই বিষয়ে বিনিয়োগকারীদের আরও সতর্ক হওয়ার আহবান তাদের।
কোম্পানি সূত্রে জানা যায়, এডিএন টেলিকমের চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮০ পয়সা। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬৯ পয়সা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ১৫ পয়সা।
এর আগের ২০২৩-২০২৪ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) জন্য বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১৮ ডিসেম্বর। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ১৭ নভেম্বর। ওই অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল দুই টাকা ৩১ পয়সা। সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছিল পাঁচ টাকা ৯৬ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ৩১ টাকা ৩৫ পয়সা।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এডিএন টেলিকম। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ছয় কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি। রিজার্ভে রয়েছে ৯৬ কোটি ৬৬ লাখ টাকা। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪২ দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ২৯ শতাংশ, বিদেশিদের এক দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৩ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে। ২০২৪ সালের ৩০ জুনে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণ রয়েছে ২৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা এবং স্বল্পমেয়াদি ঋণ ১৭ লাখ ১০ লাখ ৫০ হাজার টাকা।