এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১০৩ কোটি টাকা, সূচক উত্থানে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/dse.jpg)
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১০৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১২ পয়েন্ট। পরে শেয়ারে কেনার চাপ আরও বাড়ে। এতে লেনদেন শুরুর এক ঘণ্টায় ডিএসইএক্স উত্থান হয়েছে ২০ দশমিক ৯০ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ২১০ দশমিক ৫২ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ছয় দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯ দশমিক ৮৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৭ দশমিক ৮৪ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৪টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির লেনদেন হয় ১০ কোটি এক টাকা। এ ছাড়া রবির পাঁচ কোটি ৮৮ লখ টাকা, লাভেলো আইসক্রিমের পাঁচ কোটি ৩১ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের তিন কোটি ৫০ লাখ টাকা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের তিন কোটি ১০ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের তিন কোটি আট লাখ টাকা, খান ব্রাদার্সের দুই কোটি ৮৮ লাখ টাকা, এমজেএল বিডির দুই কোটি ৮৭ লাখ টাকা, কাট্টালি টেক্সটাইলের দুই কোটি ৮৭ লাখ টাকা ও নিউ লাইন ক্লোথিংসের দুই কোটি ৪০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।