সূচক বাড়লেও লেনদেন কমেছে

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে মঙ্গলবারের (২৫ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে দুই হাজার ৭২২ কোটি টাকা। তবে এদিন লেনদেনের পরিমাণ কমেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ২৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩০ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১৭ দশমিক ৩১ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২১৪ দশমিক ২০ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক এক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৮ দশমিক শূন্য তিন পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ছয় দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৮ দশমিক শূন্য ছয় পয়েন্টে।
গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৬ হাজার ১৮২ কোটি তিন লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৪৫৯ কোটি ৪৬ লাখ টাকা। একদিনের ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে দুই হাজার ৭২২ কোটি ৫৭ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২০টির, কমেছে ৯৭টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮০টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ১৯ কোটি ৩৮ লাখ টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ১৫ কোটি ৩৯ লাখ টাকা, টাকা, শাইনপুকুর সিরামিকের ১০ কোটি ৮৬ লাখ টাকা, সী পার্ল বিচের ৯ কোটি ৬০ লাখ টাকা, বিচ হ্যাচারির আট কোটি ৯৩ লাখ টাকা, স্কয়ার ফার্মার আট কোটি ৬৪ লাখ টাকা,উত্তরা ব্যাংকের অঅট কোটি আট লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের সাত কোটি ৪২ লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ছয় কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৮০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।