অপো ফ্যানদের জন্য নাচবেন নুসরাত ফারিয়া

Looks like you've blocked notifications!
ও ফ্যানস ফেস্টিভ্যালের ব্যানার। ছবি : সংগৃহীত

স্মার্টফোন ব্র্যান্ড অপো সব সময়ই তাদের ফ্যানদের সঙ্গে কাজ করে আসছে। আগামী ১৭ ডিসেম্বর ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে ‘ও ফ্যানস নাইট’ উদযাপন করবে ব্র্যান্ডটি। এ আয়োজনে দেশের জনপ্রিয় সংগীত ও নৃত্যশিল্পীরা মনোমুগ্ধকর পারফরম্যান্স উপহার দেবেন।

বাংলাদেশে অপোর ছয় বছর যাত্রা উপলক্ষে এই বিশাল আয়োজনে ভক্তদের চমকে দেওয়ার জন্য উৎসবের মূল আকর্ষণ অপো এফ১৭ প্রো ও এফ১৭-এর ওপর থাকছে আকর্ষণীয় ছাড়। তা ছাড়া ফেস্টিভ্যাল উপলক্ষে অপোর অন্যান্য অফারও থাকছে।

এক বিজ্ঞপ্তিতে অপো জানিয়েছে, জনপ্রিয় শিল্পী এলিটা করিম, জন কবির, জোহান এবং ডিজে রাহাত সংগীত পরিবেশনার মাধ্যমে ভক্তদের মুগ্ধ করবেন। বিশিষ্ট অভিনেত্রী নুসরাত ফারিয়া অপোর ফ্যানদের জন্যে নৃত্য পরিবেশন করবেন এবং ব্ল্যাক জাং ‘ও ফ্যানস ফেস্টিভ্যালের’ থিম সং পরিবেশন করবেন।