উৎক্ষেপণের ৩০ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়লো জার্মান রকেট
উৎক্ষেপণের মুহুর্তের মধ্যে ভেঙে পড়ল ইউরোপ থেকে পাঠানো প্রথম অরবিটাল রকেট। রোববার নরওয়ে থেকে উৎক্ষেপিত হয় মহাকাশযানটি। রকেটটির নির্মাতা জার্মান স্টার্টআপ সংস্থা ইসার এয়ারোস্পেস এই উৎক্ষেপণকে সফল বলে অভিহিত করে। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপ মহাদেশের মাটি থেকে প্রথম কোনো বাণিজ্যিক রকেট নির্মাতা উৎক্ষেপণের চেষ্টা করল। ৩০ সেকেন্ডের মধ্যেই তার সলিল সমাধি হলেও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের...
সর্বাধিক ক্লিক