আরো এক বছর ঘরে বসে কাজের সুযোগ পাচ্ছেন গুগলের কর্মীরা

Looks like you've blocked notifications!

করোনাভাইরাস পরিস্থিতিতে অফিসে বসে কাজ করার প্রয়োজন নেই এমন কর্মীদের ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত ঘরে বসে কাজ করার সুযোগ দিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

তবে চলতি বছরের শেষ পর্যন্ত গুগলের বেশিরভাগ কর্মী ঘরে বসে কাজ করবেন বলে এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, বিশ্বজুড়ে থাকা গুগলের বেশ কিছু কার্যালয় খুলেছে। এ ছাড়া, কিছু কর্মী এরই মধ্যে অফিসে বসে কাজ করতে শুরু করবেন বলেও জানানো হয়।

গুগলে অন্তত এক লাখ ২৩ হাজার ফুলটাইম কর্মী এবং অস্থায়ী ও চুক্তিভিত্তিক আরো এক লাখ ২২ হাজার কর্মী কাজ করেন।

এর আগে যুক্তরাষ্ট্রে যখন প্রথম করোনা সংক্রমণ শুরু হয়, তখন টেক কোম্পানিগুলো শুরুতে ঘরে বসে কাজ করার সুবিধা দেয়। এ ছাড়া বিভিন্ন বড় বড় আয়োজন কার্যতালিকা থেকে বাদ দেয় প্রতিষ্ঠানগুলো। তবে কয়েকমাস ধরে এসব সুবিধার পর দীর্ঘমেয়াদে ঘরে বসে কাজ করার সুবিধা পুনর্বিবেচনা করছে অনেক প্রতিষ্ঠান।