কর্মীদের ‘আর কখনোই’ অফিসে যেতে হবে না, জানাল টুইটার
টুইটার কর্মীদের জন্য সুসংবাদ। আর কখনো তাদের কর্মস্থলে যেতে নাও হতে পারে। কর্মীদের বাড়ি থেকে কাজের ব্যবস্থাপনা ও পরিকল্পনা এত দারুণভাবে কাজে দিয়েছে যে টুইটার এখন খুব প্রয়োজন না হলে কাউকেই অফিসে আসতে বলবে না।
টুইটারের সানফ্রান্সিসকোতে অবস্থিত প্রধান অফিস বলছে, প্রতিষ্ঠানটির পাঁচ হাজার কর্মী গত মার্চ থেকেই বাড়িতে কাজ করছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
টুইটারের একজন মুখপাত্র জানান, করোনাভাইরাসের সংক্রমণের পর টুইটার কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়। আর অফিসে কাজ করার সিদ্ধান্তে এখনই ফিরে যাচ্ছে না টুইটার। এ মুহূর্তে কর্মীদের যাকে প্রয়োজন, তাকে অফিসে ডেকে নিয়ে কাজ চালাবে টুইটার। এ ছাড়া কর্মীরা যত দিন চাইবেন, তত দিন বাড়ি থেকেই কাজ করতে পারবেন। এমন সিদ্ধান্ত তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি জানান, আগামী সেপ্টেম্বরের আগে টুইটার তার অফিস খুলবে না। আর এ বছর অফিস খুললেও মানুষের সরাসরি সংশ্লিষ্টতা প্রয়োজন এমন কোনো কাজ হবে না। এ ছাড়া ২০২১ সালে কী পরিকল্পনা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।
দিল্লি, লন্ডন, সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী টুইটারের মোট ৩৫টি কার্যালয় রয়েছে।