খবরের শিরোনাম পড়েই রিটুইট করা যাবে না

গেল জুন থেকে টুইটারে শেয়ার হওয়া কোনো খবরের লিংক রিটুইট করতে গেলে ব্যবহারকারীদের কাছে জানতে চাওয়া হতো, তিনি পুরো খবরটি পড়েছেন কি না। পরীক্ষামূলকভাবে চালু করা এই নিয়ম টুইটারে স্থায়ী হচ্ছে বলে জানিয়েছে টুইটার।
প্রযুক্তি সাইট দ্য ভার্জের খবর, জুন থেকে এমন নিয়ম চালুর পর ৪০ শতাংশের বেশি ব্যবহারকারী খবরের লিংকে ক্লিক করে পুরো খবরটি পড়েছেন। এর ফলে ভুয়া ও গুজব ছড়ানোর হার কমেছে বলে মনে করে টুইটার। তাই এমন নিয়ম খুব দ্রুতই স্থায়ী হচ্ছে টুইটারে।

তবে এখনই সবাই খবরের শিরোনাম পড়ে রিটুইট করার আগে বার্তাটি দেখতে পাচ্ছেন না। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীকে এমনটি দেখাবে টুইটার।
২০০৬ সালে যাত্রা শুরু করে মাইক্রো-ব্লগিং সাইট টুইটার। এই সাইটে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে। বর্তমানে টুইটার বিশ্বের দ্বিতীয় বড় সামাজিক যোগাযোগমাধ্যম।