নতুন বছরের প্রাক্কালে হোয়াটসঅ্যাপে ১৪০ কোটি কলের রেকর্ড

Looks like you've blocked notifications!
হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নতুন বছরের প্রাক্কালে অর্থাৎ নতুন বছরের আগের দিন ১.৪ বিলিয়ন বা ১৪০ কোটি ভয়েস ও ভিডিয়ো কল করা হয়েছে, যা হোয়াটসঅ্যাপে একদিনে বিশ্বব্যাপী সর্বোচ্চ সংখ্যক কল।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, ২০১৯ সালে একই সময়ের তুলনায় হোয়াটসঅ্যাপের এই ভয়েস ও ভিডিয়ো কলের সংখ্যা ৫০ শতাংশ বেশি। সম্প্রতি হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক এমন তালিকা প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে। গেল বছর করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী ভয়েস ও ভিডিয়ো কলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং ডিজিটাল যোগাযোগের দিকে ঝুঁকেছে। সে জন্য হোয়াটসঅ্যাপও গ্রুপ কলিং সীমা বাড়িয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ২০১৯ সালে নতুন বছরের প্রাক্কালে ২০ বিলিয়ন বার্তা প্রদান করা হয়েছিল, যার মধ্যে ১২ বিলিয়ন করা হয়েছিল শুধু ভারত থেকে। দেশটিতে ৪০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। ভয়েস ও ভিডিয়ো কল ছাড়াও সরাসরি সম্প্রচার বৃদ্ধি পেয়েছে ২০২০ সালে। এবার নতুন বছরের আগের দিন ফেসবুক ও ইনস্টাগ্রামে ৫৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী সরাসরি সম্প্রচার ফিচারে যুক্ত হয়েছেন।