পাবজি নিষিদ্ধ করে ‘ফৌজি’ গেম নিয়ে আসছে ভারত
সীমান্ত উত্তেজনায় মাসের শুরুতে (২ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপে প্রায় ১৫০টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। সে তালিকায় আছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম পাবজি (প্লেয়ারআননোওন’স ব্যাটল গ্রাউন্ড)। ভারতে তুমুল জনপ্রিয়তা পাওয়া এ গেমটি নিষিদ্ধ করার পর ‘ফৌজি’ শিরোনামে একই প্যাটার্নের নতুন একটি শুটিং গেম বাজারে নিয়ে আসছে ভারত।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউড তারকা অক্ষয় কুমারের অংশীদার হয়ে গেমটি নির্মাণ করছে বেঙ্গালুরুভিত্তিক কোম্পানি এনক্রোর গেম। অক্টোবরের শেষের দিকে গেমটি বাজারে আসতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা বিশাল গোন্ডাল।
যদিও বিশাল গোন্ডালের দাবি, ফৌজি পাবজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বাজারে আসছে না। ফৌজি মানে মিলিটারি। গেমটির নির্মাণকাজ শুরু হয়েছে কয়েক মাস আগে। গেমটির বেশ কিছু আইডিয়া দিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। এ ছাড়া গেমটির নামও অক্ষয়ের পরামর্শে বলে জানিয়েছেন তিনি।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিশাল গোন্ডাল আরো জানিয়েছেন, ফৌজি থেকে আয়ের ২০ শতাংশ জমা দেওয়া হবে সরকারি ট্রাস্টে, যা দায়িত্ব পালনকালে শহীদ হওয়া সৈনিকদের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে।
এর আগে এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ২০১৮ সালে পাবজি ভারতের বাজারে প্রবেশ করে। নিষিদ্ধ হওয়ার আগে গেমটির ব্যবহারকারীর ২৪ শতাংশ ছিল ভারতীয়।