মার্চ পর্যন্ত বাড়ল গুগল মিটের আনলিমিটেড সেবা

Looks like you've blocked notifications!
গুগল মিটের লোগো। ছবি : সংগৃহীত

করোনার কারণে জনপ্রিয় হয়ে উঠেছে গুগল মিট। ১০০ জন নিয়ে ভিডিও কনফারেন্স করা যায় এখানে। তবে গুগল সিদ্ধান্ত নিয়েছিল, বিনামূল্যের সংস্করণে আজ বুধবার থেকে আনলিমিটেড কলের পরিবর্তে ৬০ মিনিট ফ্রিতে কল করা যাবে। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনছে গুগল।

মার্কিন প্রযুক্তি সাইট দ্য ভার্জের খবর, করোনার উন্নতি না হওয়ায় ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত আনলিমিটেড ফ্রি কলের সুবিধা চালু রাখবে গুগল। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, করোনার কারণে আগামী ছুটির মৌসুমে ভিডিও কলের চাহিদা বাড়বে। সে কারণে ব্যবহারকারীদের সহায়তা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন সিদ্ধান্তের ফলে আগামী ৩১ মার্চের পর থেকে বিনামূল্যে ব্যবহারের ক্ষেত্রে ৬০ মিনিট কল কেটে নতুন করে সবাইকে ভিডিও কলের লিংক পাঠাতে হবে।