যেভাবে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলবেন?

Looks like you've blocked notifications!
ছবি- ফ্রিপিক

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় চ্যাট জিপিটি (ChatGPT)। এই চ্যাটবটটি চালু হওয়ার মাত্র দুই মাসের মধ্যে আনুমানিক ১০০ মিলিয়ন ব্যবহারকারী পেয়েছে। যার কারণে, এটি সর্বকালের দ্রুততম অ্যাপের খেতাব অর্জন করেছে। চ্যাট জিপিটি’র কাছে সব বিষয় সম্পর্কিত তথ্য আছে। উইকিপিডিয়া, ব্লগ পোস্ট, বই এবং একাডেমিক নিবন্ধগুলোর সব তথ্যই তার কাছে আছে। তাকে প্রশ্ন করলে সে উত্তর দেয়। মনে হবে যেন, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলছে।

বিজ্ঞাপন ছাড়াই কাজ করে এই চ্যাটবটটি। এটি আপনার জন্য কবিতা লিখে দিতে পারে, আপনার পরীক্ষার প্রশ্নের উত্তর লিখে দিতে পারে, অর্থনীতি-রসায়ন থেকে শুরু করে একাধিক প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চ্যাটবট।

চ্যাটজিপিটি চালাতে আপনাকে OpenAI ওয়েবসাইটের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

·         প্রথমে OpenAI ওয়েবসাইটে যান: https://openai.com/

·         এরপর Sign up বা Register বাটনে ক্লিক করুন।

·         এখন একটি ফর্ম আসবে। সেখানে নাম, ই-মেইল ঠিকানা এবং পাসওয়ার্ড লিখে ফিল আপ করুন।

·         আপনার ই-মেইল আইডিতে একটি ভেরিফাই লিঙ্ক আসবে।

·    এরপর আপনার মেইল থেকে OpenAI থেকে পাঠানো ইমেইলটি খুলে, সেখানে থাকা ভেরিফায়েড লিঙ্কে ক্লিক করতে হবে।

·         অ্যাকাউন্ট ভেরিফায়েড হয়ে গেলে আপনি OpenAI এর সেবাগুলো ব্যবহার করতে পারেন।

হয়ে গেলো আপনার অ্যাকাউন্ট ওপেন। এরপর আপনিও চ্যাট জিপিটিতে আপনার যেকোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন।