হোয়াটসঅ্যাপে প্রতিদিন ১০ হাজার কোটি ম্যাসেজ

Looks like you've blocked notifications!
হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত

ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে প্রতিদিন প্রায় ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি বার্তা আদান-প্রদান হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক আয়ের এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ, যা গত ছয় বছরে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বৃদ্ধি।

হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট এ তথ্য নিশ্চিত করে এই টুইট বার্তায় লিখেছেন, ‘আমরা গর্বিত যে হোয়াটসঅ্যাপ প্রতিদিন প্রায় ১০০ বিলিয়ন বার্তা সরবরাহ করতে সক্ষম এবং আমরা আরো এগিয়ে যেতে চাই। এ বছর আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে এবং ব্যবসা করার জন্য ম্যাসেজিংয়ের ওপর বেশি নির্ভর করেছি।’

জানা গেছে, ২০১৪ সালে হোয়াটসঅ্যাপে প্রতিদিন প্রায় ৫০ বিলিয়ন বার্তা আদান-প্রদান হতো। গত ইংরেজি নববর্ষে প্রথম ১০০ বিলিয়ন বার্তা আদান-প্রদান হওয়ার মাইলফলক গড়ে হোয়াটসঅ্যাপ।