টিভির বাজারও দখলে নিচ্ছে ফেসবুক

Looks like you've blocked notifications!

শিগগিরই টেলিভিশনের জায়গা দখল করতে যাচ্ছে ফেসবুক। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি অ্যাপল টিভির মতো একটি ভিডিও অ্যাপ তৈরি করছে, যা টেলিভিশনের মতোই মানসম্পন্ন হবে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ম্যাশাবল আজ বুধবার এ খবর জানিয়েছে।

গত বছর ফেসবুক লাইভ ভিডিও সংযুক্ত করেছে। এটি দীর্ঘস্থায়ীভাবে স্থান দখলের জন্য কোম্পানিটি এই নতুন অ্যাপ চালু করতে যাচ্ছে। অ্যাপটি চালুর আগেই ফেসবুক কর্তৃপক্ষ এখন থেকে কনটেন্ট (আধেয়) তৈরির জন্য বিভিন্ন স্টুডিওর সঙ্গে চুক্তির চেষ্টা চালাচ্ছে।

খবরে বলা হয়, অ্যাপটির লক্ষ্য দীর্ঘস্থায়ী এবং এর মাধ্যমে অবশ্যই বিজ্ঞাপন রাজস্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি বিজ্ঞাপনের একটি নতুন প্ল্যাটফর্ম হবে এই অ্যাপ। এ ছাড়া কোম্পানিকে নতুন বিজ্ঞাপনের বাজারে প্রবেশ করতে সাহায্য করবে অ্যাপটি।

টিভির অ্যাপটি কবে চালু হতে যাচ্ছে তা পরিষ্কার নয়। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে গত গ্রীষ্মে যখন ফেসবুক নতুন ভিডিও যুক্ত করে, তখন থেকেই এই অ্যাপের কাজ শুরু হয়। এ ছাড়া গত সপ্তাহেই ফেসবুক কর্তৃপক্ষ নিউজ ফিড আপডেট করেছে।