চালকবিহীন গাড়ি আনবে বাইদু

Looks like you've blocked notifications!
বাইদুর চালকবিহীন গাড়িকে প্রতিযোগিতা করতে হবে গুগলের চালকবিহীন গাড়ির সঙ্গে। ছবি: স্পেক্ট্রাম

ওয়েব জায়ান্ট গুগলের চালকবিহীন গাড়ির খবর পুরনো। এ নিয়ে অনেক দূর এগিয়েছে তারা। চীনা ওয়েব জায়ান্ট ‘বাইদু’ সম্প্রতি ঘোষণা দিয়েছে এ বছরের শেষের দিকে আসবে তাদের তৈরি চালকবিহীন গাড়ি।

এর আগেই বাইদু এ রকম গাড়ির পরিকল্পনা প্রকাশ করলেও কবে নাগাদ তা বাজারে আসবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি। এবার চায়না ক্লাউড কম্পিউটিং কনফারেন্সে এ বছরের শেষ নাগাদ গাড়িটি বাজারে আনার খবর জানিয়েছেন বাইদুর ভাইস প্রেসিডেন্ট জিন ওয়াং। এ খবর জানিয়েছে বিবিসি, ম্যাশেবল এবং প্রযুক্তিবিষয়ক চীনা ওয়েবসাইট টেকওয়েব।

এর আগেও বাইদু বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর সাথে সীমিত পর্যায়ের স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করেছে। গত মাসে গুগল ঘোষণা দিয়েছিল এই বছরের মাঝামাঝি সময়ে তাদের চালকবিহীন গাড়ি রাস্তায় নামবে পরীক্ষামূলকভাবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা আশা করছেন গুগলের চালকবিহীন গাড়ির সাথে ভালোই টেক্কা দেবে বাইদুর এই গাড়ি।

অ্যালেক্সা র‍্যাংকিংয়ে বাইদু হচ্ছে চীনের সবচেয়ে বেশি ভিজিটকৃত ওয়েবসাইট। বিশ্বে এর অবস্থান পাঁচ। গুগলের মতো এটিও একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। বাইদুর জনপ্রিয় সেবার মধ্যে রয়েছে বাইদু ম্যাপস।

সাম্প্রতিক সময়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইদু এবং উবের মিলে নোকিয়ার হিয়ার ম্যাপ সেবা কিনে নিতে পারে। তবে এই গাড়িটি গুগলের মতো সম্পূর্ণ চালকবিহীন নাও হতে পারে। একে বলে হচ্ছে ‘সেমি অটোনোমাস কার’। অর্থাৎ চাইলে মানুষও গাড়িটি চালাতে পারবে।