এলজি নিয়ে এলো ফ্ল্যাগশিপ ‘জি৬’
স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এলজি তাদের নতুন ফ্ল্যাগশিপ এলজি জি৬-এর ঘোষণা দিয়েছে। বিশালাকার পর্দার এই ফোন তার পূর্বসূরি জি৫-কে ছাড়িয়ে গেছে সব দিক থেকেই। ম্যাশেবল থেকে পাওয়া গেল নতুন এই স্মার্টফোনটির সবিশেষ।
৫ দশমিক ৭ ইঞ্চির পর্দা থাকছে জি৬-এ। যদিও বাজারে থাকা বিভিন্ন ফ্যাবলেটের চেয়ে এই পর্দা কিছুটা ছোট, তবে এই পর্দা তার রেজ্যলুশনের দিক থেকে অনন্য। ২৮৮০ x ১৪৪০ পিক্সল রেজ্যলুশনের এই জি৬ ‘বেজেল-লেস’ না হলেও সম্মুখভাগের বেশিরভাগ জায়গা জুড়েই থাকছে ফোনের পর্দা। অন্যদিকে এলজি জি৬-এর ডিজাইনেও আছে নান্দনিকতার ছোঁয়া।
এলজি তাদের জি৫ স্মার্টফোনকে নির্মাণ করেছিল মডুলার স্মার্টফোন হিসেবে। কিন্তু ক্রেতাদের মাঝে সে প্রচেষ্টা একদমই সাড়া ফেলেনি। তাই জি৬-এর ক্ষেত্রে মডুলার ডিজাইন বাদ দিয়েছে এলজি। অন্যদিকে বাঁকানো গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে জি৬-এর পেছনে। সামনে-পেছনের কাচকে আগলে রেখেছে অ্যালুমিনিয়াম ফ্রেম।
৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে জি৬-এ। অন্যদিকে মূল ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সলের ডুয়েল লেন্স ক্যামেরা, যার ভেতরে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। মূল ক্যামেরার নিচে থাকছে ফিংগার প্রিন্ট স্ক্যানার।
অ্যাসপেক্ট রেশিওর দিক থেকেও কিছুটা নতুনত্ব এনেছে এলজি। ১৮ : ৯ অ্যাসপেক্ট রেশিওর এলজি জি৬-এর পর্দাকে দুটি বর্গাকৃতির অংশে ভাগ করা যাবে। বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বিষয়টি স্বাচ্ছন্দ্য দেবে ব্যবহারকারীদের। পর্দায় দেখা যাবে ডলবি ভিশন এইচডিআর, যার ফলে এইচডিআর ভিডিও হবে আরো বেশি সূক্ষ্মাতিসূক্ষ্ম।
অন্যান্য স্পেসিফিকেশনের দিক থেকেও ‘হাই-এন্ড’ হিসেবে নির্মাণ করা হয়েছে জি৬। কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ সুবিধা এবং ফার্স্ট চার্জ সুবিধাসহ ৩,৩০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এলজি জি৬ আসবে ওয়্যারলেস চার্জ সুবিধাসহ এবং এশিয়ার বিভিন্ন দেশের জন্য নির্মিত জি৬-এ ব্যবহার করা হবে হাই রেজ্যলুশনের ডিএসি চিপ। ফ্ল্যাগশিপটির দামের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানায়নি এলজি।